
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ কেজি স্বর্ণসহ তিন মালয়েশীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ২৭ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
তারা হলেন-হি উই খং (৩৮), জোহারি বিচন হারুন (৪১) ও মোহম্মদ আজওয়ান বিন সালেহীন (২১)।
সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে ঢাকা কাস্টম হাউস অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার করে।
আটককৃতদের দাবি, তারা শুধু স্বর্ণের বাহক হিসেবে কাজ করছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৫