৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতে নাগালে সহজলভ্য লবণের ১৪টি ভিন্ন ব্যবহার যা আপনার অজানা

১.টক কমাতে

টক ফল যেমন আম, জলপাই, করমচা, আমলকীর আচার আমরা তৈরি করে থাকি। এসব ফলের টক কমানোর জন্যও লবণ ব্যবহার করা যায়। বিশেষ করে সেদ্ধ করার সময় লবণ পানিতে মিশিয়ে নিলেই ফলের টক অনেক কমে যায়।

২.মাছ পরিষ্কার

মাছ পরিষ্কার করতে লবণ অত্যন্ত কার্যকরী। কিছু মাছ যেমন বোয়াল, পাঙ্গাশ, বাইম বেশ পিচ্ছিল থাকে। এ কারণে এগুলো কাটতে এবং পরিষ্কার করতে বেশ ঝামেলা পোহাতে হয়। তখন মাছে সামান্য পানি দিয়ে তাতে কিছুটা লবণ ছিটিয়ে দিন। এরপর নাড়াচাড়া করে পানিতে ধুয়ে ফেলুন। দেখবেন পিচ্ছিলভাব অনেকটাই কমে গেছে এবং কাটতে সুবিধা হচ্ছে।

৩.দাঁত ঝকঝকে সাদা করতে

দাঁত একটা মানুষের সৌন্দর্য বাড়াতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এতে হলদেটে দাগ পড়ে। দেখতে কেমন লাগবে ভাবুন তো। এর থেকে রক্ষা পেতে লবণ ব্যবহার করতে পারেন। এজন্য লবণ ও লেবুর রস একসাথে মিশিয়ে সেটা দিয়ে দাঁত মাজুন নিয়মিত। এতে হলদে ভাব দূর হয়ে যাবে এবং দাঁত হবে ঝকঝকে সাদা।

৪.বোতল পরিষ্কার

বাড়িতে সাধারণত প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয় পানি সংরক্ষণের জন্য। কিন্তু প্লাস্টিকের বোতল চাইলেই গরম পানি দিয়ে পরিষ্কার করা যায় না। তাই প্লাস্টিকের বোতল পরিষ্কার করতে চাইলে বোতলে দুই-তিন টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে এতে এক টেবিল চামচ লবণ দিয়ে জোরে জোরে ঝাঁকাতে থাকুন। পাঁচ-ছয় মিনিট ঝাঁকানোর পর পরিষ্কার পানি দিয়ে বোতল ধুয়ে ফেলুন। দেখবেন পরিষ্কার হয়ে গেছে।

৫.পা ব্যথায়

অতিরিক্ত হাঁটলে বা ক্লান্তির কারণে পা ব্যথা হলে বালতিতে কুসুম কুসুম গরম পানি নিন। তাতে সামান্য পরিমান লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন দশ মিনিট। এতে ধীরে ধীরে ব্যথা কমে যাবে।

৬.পোকামাকড়ের কামড়

বোলতা বা মৌমাছির কামড়ে আক্রান্ত হলে সে স্থানে লবণ ঘষে দিন। ব্যথা দ্রুত কমে যাবে। এছাড়া হাতে মাছের কাঁটা বিঁধলেও একই কাজ করতে পারেন।

৭.পিঁপড়ে দূর করতে

আপনার রান্নাঘর ও আশেপাশের সকল স্থানে লবণ ছিটিয়ে রাখতে পারেন। লবণ ছিটিয়ে রাখলে সেখানে পিঁপড়ে আসে না।

৮.দুর্গন্ধ দূরীকরণে

মাছ বা পেঁয়াজ-রসুন কাটার পর হাতে গন্ধ হয় অনেক। এসব গন্ধ সাবান দিয়ে ধুলেও যায় না। কিন্তু এ গন্ধ দূর করতে আপনি হাতে লবণ মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর হাত ধুয়ে ফেলুন। দেখবেন গন্ধ চলে গেছে।

৯.শাক-সবজি পরিষ্কার করতে

লবণে মাইক্রোবিয়াল বিরোধী বৈশিষ্ট্য রয়েছে,যা আপনার সবজি পরিষ্কার করার জন্য একটি সস্তা উপায়।

১০.দুধ তাজা রাখুন

অবিশ্বাস্য শোনা গেলেও, আপনি দুধে একটি চিম্টি লবণ যোগ করলে দেখবেন যে, তা সহজে নষ্ট হবে না।

১১.আগাছা মারার জন্য

আপনি যদি আগাছা বধ করতে চান তাহলে লবণ আপনার বাগানের উপকারে আসতে পারে। শুধুমাত্র আগাছার পাশে লবণ ছিটিয়ে দিন এবং তারপর তাদের টেনে তুলুন। এরা আবার জন্ম নিবে না।

১২.কাঠ পরিষ্কারের জন্য

কুসুম গরম পানির সাথে লবণ মিশ্রিত করুন এবং এই মিশ্রণ দিয়ে আপনার আসবাবপত্র পরিষ্কার করুন এবং তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

১৩.কৃত্রিম ফুল ও পাতার পরিষ্কারের জন্য

একটি ব্যাগের ভেতর কৃত্তিম ফুল ও পাতা নিয়ে সেখানে এক কাপ লবণ দিয়ে রাখুন এবং এগুলোকে একসাথে ঝাঁকি দিতে থাকেন। এতে ফুল ও পাতার ময়লা এবং ধুলো অধিকাংশ মুছে পরিষ্কার হয়ে যাবে।

১৪.চামড়া থেকে দাগ অপসারণ করতে

ফল এবং উদ্ভিজ্জ দাগ সরানোর জন্য লবণ একটি গুরুত্বপূর্ণ উপকরণ। অল্প পরিমাণে লবণ ও পানি আপনার হাতে নিন এবং তারপর স্টেইনলেস স্টীল উপর ঘষা শুরু করুন। দেখবেন দাগ ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে।

মজার মজার রেসিপি, টিপস ও স্বাস্হ্য বিষয়ক পোস্ট রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেইজে ধন্যবাদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ