৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টি টোয়েন্টিতে শীর্ষেই সাকিব আল হাসান

টি টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় নিজের শীর্ষস্থানটি ধরে রেখেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ৩৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাকিব। তার চেয়ে ৭৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

সাকিব বোলারদের র‌্যাংকিংয়ে ৬ নম্বরে এবং ব্যাটিংয়ে বাংলাদেশের সবার আগে ২০ নম্বরে রয়েছেন।  তবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিংয়ে  শীর্ষস্থান হারিয়েছেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি। এক ধাপ নিচে নেমে গেছেন তিনি। তাকে হটিয়ে ৮৫৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ৮৪৫ রেটিং পয়েন্ট নিয়ে কোহলির অবস্থান দ্বিতীয়।

এদিকে বোলিংয়ে  উন্নতি ঘটেছে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরের। ৬৪১ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান নবম। ৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলিংয়ে  শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। রিলায়েন্স আইসিসি র‌্যাঙ্কিং।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ