টিনএজ লাভস্টোরির মাস্টার মেকার বলা হয় তাঁকে। তবে এবার গেমট চেঞ্জ করতে চলেছেন করণ জোহর। কলেজ প্রেম নয় এবার সম্পর্কের গভীরতা, মন ভাঙা-গড়া, প্রেমের পরিপূর্ণতা নিয়ে ত্রিকোন প্রেমের কাহিনি বুনেছেন তিনি। ‘এ দিল হ্যায় মুশকিল’। অনেকদিন পর আবার ক্যামেরার ব্যাক সিটে করণ। আর তাই একটু নার্ভাস জোহরের ট্যুইট, “পরিচালনার কাজ আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু তবুও এই ছবিটি নিয়ে একটি চিন্তায় আছি”। একেই সঙ্গে করণ লিখেছেন, “দশ দিনের মধ্যেই লন্ডনে শুরু হবে ছবির শুটিং। আমি খুব এক্সাইটেড।
করণ পরিচালিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে রনবীর কাপুর, অনুষ্কা শর্মা ও ঐশ্বর্য রায়কে। এছাড়া শোনা যাচ্ছে, এই ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে সানি লিওনিকেও।
বলিঅন্দেরর খবর, ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিটি তৈরি হচ্ছে ১৯৭৭-এ মুক্তি প্রাপ্ত ছবি ‘দুসরা আদমী’র অনুকরণে।ছবিটির প্রেক্ষাপট অনুযায়ী, একটি মেয়ে প্রেমে পড়ে তাঁর থেকে ছোট বয়সে ছোট একটি ছেলের। এখানে মেয়েটির চরিত্রে অভিনয় করেছিলেন রাখি। আর ছেলেটির চরিত্রে ঋষি কাপুর।