যশোরে একটি মাদ্রাসায় চাকরির পরীক্ষা দিতে আসা এক হাফেজকে ফাঁদে ফেলে তার কাছ থেকে টাকা হাতানোর চেষ্টাকালে মনির তালুকদার (৪০) নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের দড়াটানা মাদ্রাসা গেট থেকে তাকে আটক করা হয়।
আটক মনির বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বনপুর গ্রামের বাসিন্দা।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের একটি মাদ্রাসায় চাকরির পরীক্ষা দিতে আসেন ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বালিদাপাড়া গ্রামের হাফেজ সায়েফ উদ্দিন। শনিবার রাতে তিনি শহরের মাড়ুয়ারি পতিতালয়ের সামনের রাস্তা দিয়ে দড়াটানা মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় মনির তালুকদার নিজেকে গোয়েন্দা সদস্য পরিচয় দিয়ে হাফেজ সায়েফের কাছে টাকা দাবি করেন। নাহলে তিনি পতিতালয়ে গিয়েছিলেন বলে বড় হুজুরের কাছে মিথ্যা রিপোর্ট দেবেন বলে ভয় দেখান মনির। একপর্যায়ে হাফেজ সায়েফ মানসম্মানের ভয়ে তাকে ২৫০ টাকা দেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মনিরকে ধরে পুলিশে সোপর্দ করে।