হলিউডের বাসিন্দা তিনি৷ এসেছিলেন ভারতে ঘুরতে৷ তবে ঘোরা স্রেফ ঘোরা হয়ে থাকল না৷ বিহারের বহু অঞ্চলে ঘুরে ঘুরে রমণীদের বোঝালেন শৌচালয়ের গুরুত্ব৷ তিনি হলি-অভিনেত্রী ও গায়িকা ম্যান্ডি মুর৷
ইন্দ্রাণী গোরাদিয়ার স্বেচ্ছাসেবী সংস্থার আহ্বানে সেপ্টেম্বরের গোড়াতেই এ দেশে এসেছেন তিনি৷ দেশে নারীদের অবস্থান সম্পর্কে সম্যক ওয়াকিবহাল ম্যান্ডি৷ যে দেশে প্রতি মিনিটে অন্তত ২০ জন নারী ধর্ষিতা হওয়ার খবর আসে, সে দেশে পা রাখার আগে বিস্তারিত খোঁজখবর নিয়েই এসেছিলেন৷ মোরদাবাদে খাপ পঞ্চায়েতের নিদানে দুই বোনকে ধর্ষণের ঘটনায় বিস্মিত হয়েছিলেম মুর৷ আর তাই এ দেশে তাঁর আসা স্রেফ ঘোরার জন্য নয়৷ বরং নারীদের মধ্যে নানা বিষয়ে সচেতনতা করে তোলাই তাঁর উদ্দেশ্য৷
পোস্টটি যতজন পড়েছেন : 506