আত্মপ্রকাশ করল বিশ্বের সর্বপ্রথম 4K display -র স্মার্টফোন Xperia Z5 Premium। সোনি তাদের এক্সপিরিয়া সিরিজের নয়া স্মার্টফোনটি প্রকাশ্যে আনল গত বুধবার। ২৩ মেগাপিক্সেল ক্যামেরা ও fingerprint sensor -এর মত সুবিধে রয়েছে এই ফোনে।
কিন্তু সাধারণত সোনির সাউন্ডের জন্যই স্মার্টফোনগুলি জনপ্রিয় হলেও এই ফোনটির মূল আকর্ষণ এর ডিসপ্লে। 5.5-inch স্ক্রিনে রয়েছে 806 ppi রেজোলিউশন। এর স্ক্রিনের রেজোলিউশন ফুল এইচডি রেজোলিউশনেরও চারগুণ। ইউজারদের চোখকে আরাম দেবে স্ক্রিনের ব্রাইটনেস। 4K display -র মাধ্যমে আপনি ছবি বা ভিডিও যাই দেখুন না কেন, এর চেয়ে ভাল এখনও পর্যন্ত কোনও স্ক্রিন ভারতে নেই বলে দাবি করেছে সংস্থা।
পাশাপাশি Xperia Z5 Premium -এ রয়েছে 64-bit Octa Core Qualcomm Snapdragon processor। সঙ্গে 3GB RAM। ছবি তোলার জন্য ২৩ মেগাপিক্সেল ক্যামেরা উইথ হাইব্রিড অটোফোকাস এবং 4K video রেকর্ডিংয়ের সুবিধে। ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি। এক্সপ্যান্ডেবল ২০০ জিবি। 3430mAh ব্যাটারি টানা দুদিন ফোনকে চার্জড রাখবে বলে দাবি প্রস্তুককারক সংস্থার।