রোগ সংক্রমণের হদিশ খুঁজতে এবার বিমান যাত্রীদের বর্জ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে আন্তর্জাতিক বিমান যাত্রীদের বর্জ্য পরীক্ষা করবে ন্যাশনাল ফুড ইনস্টিটিউট এবং দ্যা ডিপার্টমেন্ট সিস্টেমস বায়োলজির কর্মীরা। বিগত কয়েকদিন ধরেই একের পর এক রিপোর্টে দেখা গিয়েছে, আন্তর্জাতিক বিমানের যাত্রীদের মাধ্যমেই মূলত সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে। ফলে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।
ডেনমার্কের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মীরা প্রাথমিকভাবে ১৮টি বিমান যাত্রীদের বর্জ্য পরীক্ষা করবে। এদের মধ্যে রয়েছে কোপেনহেগেন থেকে বিমান চড়ে যে সব যাত্রীরা দক্ষিণের নয়টি দেশ হয়ে উত্তর-দক্ষিণ এশিয়া সহ উত্তর আমেরিকায় যাচ্ছেন তারা।
২০১৬ সালেই এই রুটে প্রায় অর্ধেক বিলিয়ন মানুষ যাতায়ত করেছে। পরীক্ষার দায়িত্বে থাকা মুলার বলেছেন, আমরা দেখেছি বিমান ও আন্তর্জাতিক বিমান বন্দরগুলি এমন জায়গা যেখান থেকে সহজেই বর্জ্যের নমুনা সংগ্রহ করা যাবে। তাই এই অভিনব উদ্যোগ।