১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিকিনিতে পছন্দ নয় আলিয়াকে

‘শানদার’-এর ট্রেলরে পাঁচ সেকেন্ডে গোলাপি বিকিনিতে হিট আলিয়া। নায়িকাকে এই মোহময়ী রূপে দেখে কাত অনেক পুরুষই। কিন্তু এই বেশ মোটেও পছন্দ নয় আলিয়ার রিয়েল লাইফ বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রা। তাইতো সিদ্ধার্থের পছন্দের বলিউডি ‘বিকিনি বেব’ দের তালিকায় দীপিকা, ক্যাটরিনা, জ্যাকলিন থাকলেও নেই আলিয়া জায়গা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, আলিয়ার নাম এড়িয়ে এমন কথাই জানিয়েছেন সিদ্ধার্থ । যদিও পরে এ ব্যাপারে সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে আগের মতো জবাব এড়িয়ে গিয়েছেন তিনি। লজ্জা রাঙা মুখে সিদ্ধার্থ বলেছেন, ‘শানদার’-এ আলিয়াকে দারুন দেখিয়েছে। ও খুবই সুন্দর। আমি ওর সঙ্গে ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় কাজ করছি।

আলিয়ার-সিদ্ধার্থ বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড টিনসেল টাউনে জল্পনা রয়েছে এমনটাই। বলিউডে দুই জনেই অভিষেক করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায়। আপাতত দুজনই ব্যস্ত আছেন  ‘কাপুর অ্যান্ড সন্স’-এর শুটিংয়ে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ