রাজধানীতে কলাবাগানে ফ্রিজের কার্টনের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
ধানমণ্ডি থানার ওসি নূর এ আজম জানান, সকালে কলাবাগান মাঠের এক কর্নারে লাশটি উদ্ধার করা হয়। লাশটির হাত-পা বাঁধা ও গলায় জখমের চিহ্ন রয়েছে।
লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৬