৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসার ক্যামেরায় পৃথিবীর নতুন রূপ

এবার নাসার ক্যামেরা ধরা পড়ল পৃথিবীর আলোকিত অংশ৷ পৃথিবী থেকে ১.৬ মিলিয়ন কিলোমিটার দূর থেকে এই ছবি তোলা হয়েছে৷ নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি স্যাটেলাইটের আর্থ পলিক্রোমাটিক ইমেজিং ক্যামেরায় (এপিক) ধরা পড়েছে পৃথিবীর সূর্যের আলোয় আলোকিত অংশের ছবি৷ ৬ জুলাই এই ছবি তোলা হয়েছে৷

পৃথিবীর ১০টি ভিন্ন ধরণের ছবি তুলেছে এই ক্যামেরা৷ নাসার এই ছবিতে মরুভূমি, নদীর বৈচিত্র্য, বায়ূস্তর, মেঘের ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে৷ ধরা পড়েছে পৃথিবীর চারাদিকে উড়তে থাকে ধূলো-বালি ও আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইও৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ