চট্টগ্রাম স্টেশন রোডের একটি আবাসিক হোটেলে এক তরুণীকে ৫ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
রোববার রাত ৯টার দিকে কোতোয়ালি থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর বাসায় পৌঁছে দেয়ার কথা বলে কামরুজ্জামান নামে এক যুবক তাকে কৌশলে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। পরে সেখানে আটকে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
তরুণী নিজেকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মেয়ে এবং মার্কিন নাগরিক পরিচয় দিলেও সংশ্লিষ্ট বিষয়ে কোনো তথ্য জমা দিতে পারেনি বলে জানায় থানা কর্তৃপক্ষ।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৯