[english_date]

জাপানি নাগরিক নিহতের ঘটনায় অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা দায়ের

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি নিহতের ঘটনায় অজ্ঞাত ৩ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

রোববার সকালে রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম মামলাটি দায়ের করেন।

এদিকে, র‌্যাব সদর দপ্তরের একটি প্রতিনিধি দল জাপানি নাগরিক নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। জাপান দূতাবাসের একটি প্রতিনিধি দলের ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। গতকাল রংপুরের মুন্সিপাড়ার ভাড়াবাসা থেকে কাউনিয়ার আলুটারিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কুনিও হোশি।

হত্যাকাণ্ডের পরপরই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মুন্না নামের এক রিকশাচালক, ভাড়া বাসার মালিক এবং যে বাড়ির সামনে হত্যাকাণ্ড ঘটে সেই বাড়ির মালিককে আটক করা হয়। এ ছাড়া আজ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ