২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে এক গৃহকর্মীকে বহুতল ভবন থেকে ফেলে হত্যা

চট্টগ্রামে এক গৃহকর্মীকে বহুতল ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে নগরীর বাগমনিরামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহানগর টাওয়ার থেকে নিচে কিছু পড়ার বিকট শব্দে বাইরে বের হন তারা। এসময় মুন্নি নামে ওই গৃহকর্মীর লাশ বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। এসময় তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা মুনির ও তার স্ত্রী হোসনে আরাসহ বাড়ির দারোয়ানকে আটক করা হয়।

ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ