ইউছুপ পাঠোয়ারী, খাগড়াছড়ি ॥ : খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে চাঁদাবাজিকালে সুব্রত চাকমা(৩৭) নামের পার্বত্য জন সংহতি সমিতি (জেএসএস) সংস্কার গ্রুপের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে তাকে আটক করা হয় বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। আটককৃতর কাছ থেকে চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, সকালে গুইমারা সাবজোন কমান্ডার লেফটেন্যান্ট আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গুইমারা বাজার থেকে চাঁদাবাজি করার সময় সুব্রত চাকমাকে আটক করে। তার বাড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইচছড়ি এলাকায়। সুব্রত চাকমা জেএসএস (সংস্কার) দলের সাবপোস্ট কমান্ডার হিসেবে সিন্দুকছড়ি এলাকায় সক্রিয় ছিল। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত সুব্রত চাকমাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
