গৃহপরিচারিকাকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের স্ত্রী জেসমিন জাহান নিত্যর জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছেন সিএমএম আদালত।
বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার চৌধুরী তার এই জামিন আবেদন নাকচ করেন।
আসামি পক্ষের আইনজীবী কাজী নজিব উল্লাহ হিরু জামিনের আবেদন করেন। শাহাদাত দম্পত্তির ৯ মাস বয়সের শিশু সন্তান থাকার বিবেচনায় এই জামিন আবেদন করা হয়। কিন্তু আদালত অপরাধ বিবেচনায় তার জামিন আবেদন নাকচ করে দেন।
শুনানিকালে কারাগারে থাকা নিত্যকে আদালতে হাজির করা হয়নি।
এর আগে গত ৪ অক্টোবর মামলাটিতে নিত্যকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত রিমান্ড এবং জামিন আবেদন নাকচ করেন। একই সঙ্গে ৫ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর উক্ত মামলায় নির্যাতনের শিকার গৃহপরিচারিকা মাহফুজা আক্তার হ্যাপি (১১) আদালতে হাজির হয়ে জবানবন্দি প্রদান করেছেন।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওসিসিতে চিকিৎসাধীন গৃহপরিচারিকা মাহফুজা আক্তার হ্যাপি।
মামলার এজহার থেকে জানা যায়, মিরপুরের ২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৫ নম্বর রোডে শাহাদাতের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো হ্যাপি। গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর সাংবাদিক কলোনির ৩ নম্বর রোডের মাথায় হ্যাপিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন মিরাজ উদ্দীন নামে এক ব্যক্তি।
শিশুটির শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
সেখানে তার অর্থোপেডিক ও চক্ষু বিভাগে চিকিৎসা দেয়ার পর তাকে ওসিসিতে স্থানান্তর করা হয়। এঘটনায় সাংবাদিক মোজাম্মেল হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শাহাদাত এবং তার স্ত্রী। পরে শাহাদাতের স্ত্রী নিত্যকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে শেষে বর্তমানে ক্রিকেটার শাহাদাতও কারাগারে রয়েছে।