বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাস্থ উত্তরা বাসভবনে শনিবার নারায়ণগঞ্জ জেলা ওলামাদল নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। জেলা ওলামাদলের সভাপতি মুন্সি সামছুর রহমান খান বেনুর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক কামাল খান, দফতর সম্পাদক মো. ইউনুস, প্রচার সম্পাদক আব্দুল হাই তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মজিবুল্লাহ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় মুন্সি সামছুর রহমান খান বেনু কোন্দল মুক্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি দেয়ার আহবান জানান। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওলামাদল নেতাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বাস্তবায়ন করারও আশ্বাস দেন। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসাসের সভাপতি মনির খান, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক আজাহার হোসেন মান্নান প্রমুখ।
