কুমিল্লায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের হেলপার মানিক (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে জেলার ময়নামতি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মহানগরীর কাটাববিল এলাকার দুলাল মিয়ার ছেলে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মো: আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকায় রোগী নামিয়ে আসার পথে কুমিল্লাগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭৪-০০৭১) ময়নামতি সেনানিবাস সংলগ্ন নাজিরা বাজার পৌঁছলে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের (ঢাকা-ট-২৩২৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সের হেলপার মানিক নিহত হন। এ সময় এ্যাম্বুলেন্স ও ট্রাকের চালক আহত হয়েছেন।
দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে
পোস্টটি যতজন পড়েছেন : ১৮০