মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী আপিলের চূড়ান্ত রায় দেয়া হবে আজ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। খালাস চেয়ে সাকা চৌধুরীর আপিল শুনানি শেষে গত ৭ জুলাই রায়ের এ দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে হত্যা, গণহত্যা’ আটক, নির্যাতন’সহ মানবতাবিরোধী ৯টি অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১ লা অক্টোবর ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ২০১৩ সালের ১লা অক্টোবর ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সে বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেন তিনি। তবে এ বছরের ১৬ ই জুন শুরু হয় আপিল শুনানি। ১৩ কার্যদিবস শুনানি শেষে গত ৭ জুলাই রায়ের এ দিন ধার্য করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা ২৩ টি অভিযোগের মধ্যে ৯ টি অভিযোগ প্রমাণিত হয়েছিল বলে রায় দেন।
এর মধ্যে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহকে হত্যা, রাউজানের উনসত্তরপাড়ায় গণহত্যা’সহ ৪টি অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া রাউজানের মধ্যগহিরা হিন্দুগ্রামে গণহত্যা, জগৎমল্লপাড়ায় গণহত্যাসহ ৩টি অপরাধে ২০ বছরের কারাদণ্ড এবং বাকি ২টি অপরাধে বিএনপির এই নেতাকে ৫ বছরের কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল।
তৎকালীন মুসলিম লীগ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী পারিবারিক ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন। চট্টগ্রামের গুডস হিলে পারিবারিক নির্যাতন ক্যাম্প গড়ে তুলে সরাসরি হত্যা, গণহত্যা, আটক নির্যাতনে অংশ নেন সাকা চৌধুরী। ২০১০ সালের ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে গ্রেফতার করা হয়। আর মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয় ১৯ ডিসেম্বর। বুধবার সালাহ উদ্দিন কাদের চৌধুরীর আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে পঞ্চম কোন মামলার আপিল নিষ্পত্তি হবে।