আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হরর মুভির নায়িকার বাস্তবরূপ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘তিনি রাজনৈতিক নেত্রীর ছদ্মাবরণে লেডি কিলার। হরর মুভির নায়িকা যেমন পোড়া মানুষের মাংস পছন্দ করেন, তেমনি বিএনপি নেত্রীও পেট্রোল বোমায় দগ্ধ মানুষের মাংসের গন্ধ পছন্দ করেন। রাজনীতির নামে নিরীহ মানুষ হত্যা করতে করতে তিনি যে কখন লেডি কিলার হয়ে গেছেন, তিনি তা নিজেই জানেন না।’ লন্ডনে খালেদা জিয়ার করা বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বুধবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাবুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৭