বুধবার তাকে আশুলিয়া থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। সাভারের আশুলিয়ায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহতের ঘটনায় থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আশুলিয়া থানার বাড়ৈপাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় শিল্প পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হন নূরে আলম নামে আরেক পুলিশ সদস্য।
নিহত পুলিশের নাম মুকুল। তিনি বগুড়ার শহীদুল ইসলামের ছেলে। আহত নূর আলম সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পোস্টটি যতজন পড়েছেন : 122