[english_date]

কেটে ফেলা হলো ব্যোমকেশ বক্সীর চুমু!

রহস্যের আলো ছায়ায় ঘেরা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী নিয়ে বলিপর্দায় হাজির পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়।ছবির ট্রেলার লঞ্চে এসে পরিচালক জানিয়েছেন, আমার বহু দিনের ইচ্ছা ছিলূ ব্যোমকেশ বক্সীকে নিয়ে ছবি করার। আজ আমার সেই স্বপ্নপূরণ হয়েছে। আর এই স্বপ্নের ছবির সঙ্গে আপোষ করতে চান তিনি।তাই এই ছবি থেকে সুশান্ত সিং ও স্বস্তিকার চুম্বন দৃশ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবির চুম্বন দৃশ্য নাকি বলিউডের ইতিহাসে সব থেকে দীর্ঘতম চুম্বন। কিন্তু এই চুম্বন দৃশ্য হয়তো সাধারণ দর্শক দেখতে পাবেন না।কয়েকমাস আগে এই ছবির টিজার মুক্তি পায় আর তখন থেকেই এই ছবি নিয়ে বহু আলোচনা শুরু হয়। সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় সুশান্ত সিং রাজপুত আর স্বস্তিকার চুম্বন দৃশ্য।শোনা যাচ্ছে, মূল ছবির থেকে এই চুম্বন দৃশ্য নাকি বেশি পাবলিসিটি পাচ্ছে। সে কারণে মোটেই খুশি নন পরিচালক দিবাকর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ