
মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়েছে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার ট্রেইলার বুধবার ইউটিউব চ্যানেলে ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়।সিনেমাটি আগামী ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকাসহ সারা দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।
চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় নায়ক রিয়াজ এবং নায়িকা মাহিয়া মাহিকে। এছাড়া আরো যারা অভিনয় করেছেন তারা হলেন-ফেরদৌস আহমেদ, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিক স্বপন, রিমু রোজা খন্দকার, মতিঊল আলম, লাবণ্য, টুকটুকি, ঝুনা চৌধুরী, জয়ীতা মহলানবীশ, মৌটুসী বিশ্বাস, ওয়াহিদা মল্লিক জলি, কায়েস চৌধুরী, রফিক উল্লাহ সেলিম, পূজা চেরী প্রমুখ।
‘কৃষ্ণপক্ষ’সিনেমা দিয়ে পরিচালক হিসেবে এবারই অভিষেক হবে শাওনের। ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি।
গত ১৩ নভেম্বর ছবিটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ২৬ ফেব্রুয়ারি নতুন দিন নির্ধারণ করা হয়েছে।