[english_date]

সুযোগ হাতছাড়া করল আর্সেনাল

লেস্টার হেরে যাওয়ার পরে এই সোনার সুযোগ চলে এসেছিল আর্সেন ওয়েঙ্গারের দলের সামনে। তাই শীর্ষে উঠার সুযোগ কাজে লাগাতে পারল না আর্সেনাল৷ কিন্তু অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনের কাছে হারের পরে সেই সুযোগ হাতছাড়া করল আর্সেনাল৷ সাউদাম্পটন ৪-০ গোলে হারিয়ে দিল ওয়েঙ্গারের দলকে৷ 

এদিন শুরু থেকেই দুরন্ত ফুটবলের নমূনা তুলে ধরে সাউদাম্পটন৷ ম্যাচের ১৯ মিনিটে আর মার্টিনা গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন৷ বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল সাউদাম্পটন৷ বিরতির পরেও ম্যাচে ফিরে আসতে পারেনি আর্সেনাল৷ বিরতির পরে এস লং গোল করে আর্সেনালের পক্ষে ব্যবধান বাড়ান৷ এরপর ৬৯ মিনিটে হোসে ফন্টে গোল করেন৷ যখন সকলে মনে করেছিল তিন গোলের ব্যবধানেই ম্যাচ জিততে চলেছে আর্সেনাল৷ তখন অতিরিক্ত সময়ে ফের গোল করেন এস লং ৷ 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ