চারপাশের পরিস্থিতির দিকে না তাকিয়ে ইচ্ছামতো সেলফি তোলার আগে সাবধান। এতে আপনার প্রাণহানি হতে পারে। রাশিয়ার পথঘাট এরকম পোস্টারে ছেয়ে গিয়েছে। ছবিগুলি লাগিয়েছে পুলিশ। কারণ, চলতি বছর অন্তত ১০ জন মারা গিয়েছেন। আরও ১০০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কেউ ব্রিজে উঠতে গিয়ে, কেউ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তুলতে গিয়েছিলেন। খবর স্কাই নিউজ সূত্রে।
এর বিরুদ্ধেই নাগরিকদের সচেতন করতে পুলিশ ক্যাম্পেনিং শুরু করেছে। সেলফি-সহ ছবি ছাপানো পোস্টারে ছেয়ে গিয়েছে সে দেশের রাস্তাঘাট। যেখানে দেখানো হয়েছে, যেখানে সেখানে সেলফি তুলতে গেলে কী কী বিপদ ঘটতে পারে?
এরকমই একটি পোস্টারে বলা হয়েছে, ” আগ্নেয়াস্ত্রের সঙ্গে সেলফি-তুললেই বিপদ।”
কেন এই পোস্টার? পুলিশ জানাচ্ছে, সম্প্রতি মস্কোয় ২১ বছরের এক যুবতী হাতে পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিতে জখম হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এখানেই শেষ নয়, চলতি বছরই সে দেশে দুই যুবক হাতে গ্রেনেড নিয়ে সেলফি তুলতে গিয়ে বিস্ফোরণে মারা গিয়েছে। মৃত্যুর সময় মোবাইলটি ক্যামেরা মোডে থাকায় গোটা ঘটনাই রেকর্ড হয়ে গিয়েছে।
রাশিয়ার মন্ত্রক সূত্রে খবর, দেশে সেলফি প্রেমীদের সংখ্যা ও ছবি তোলার প্রবণতা ক্রমাগত বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। এবছরের শুরু থেকে রাশিয়ায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা বেড়েই চলেছে।
তাই প্রশাসনের তরফে রাস্তাঘাটে পোস্টার লাগিয়ে সচেতনতা বাড়ানোর পন্থা অবলম্বন করা হয়েছে। পুলিশ মাইকে প্রচার করছে, “সেলফি তোলার আগে চারপাশের সদিকে নজর রাখুন। মাঝরাস্তায় সেলফি তুলবেন না।”
রাশিয়ার মন্ত্রকের আশঙ্কা, “লাইক” পাওয়ার প্রবণতা মানুষের মধ্যে এত বেড়ে গিয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ ছবি তুলে বাহবা পেতে চাইছে। কিন্তু তাদের মাথায় রাখতে হবে এই প্রবণতা মৃত্যুও ডেকে আনতে পারে।