ফের জোড়া কম্পনে কেঁপে উঠল নেপাল৷ ফের কম্পনের জেরে আতঙ্কে ঘর ছেড়ে আবার ফুটপাথেই আশ্রয় নিয়েছেন নেপালবাসী৷
জানা গিয়েছে, শনিবার রাত একটা ২৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়৷ সেসময় কম্পনের তীব্রতা ছিল ৪.৬৷ এর উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ৭৫ কিলোমিটার দূরে সিন্দুপালচক জেলায়৷ এরপরেই রবিবার সকালে ১০টা বেজে সাত মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২৷ ভূমিকম্পের উৎসস্থল কাঠমাণ্ডু থেকে ৬০ কিলোমিটার দূরে ধাদিং জেলায়৷
উল্লেখ্য, গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর এই নিয়ে ৩৮২ বার আফটাক শপে কেঁপে উঠেছে নেপাল৷ ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত সেদেশে মৃতের সংখ্যা প্রায় ন’হাজার ছাড়িয়েছে৷
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৪