প্রতিদিনই বাড়ছে বরগুনার প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে রাস্তা, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট। আর প্রতিবছরের মতো এবারও বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
নদী তীরবর্তী প্রায় ১৩টি স্থান দিয়ে জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে তলিয়ে গেছে বরগুনার ২০টি গ্রাম। বেতাগী উপজেলার শরিশামুরি, তালতলী উপজেলার তেতুলবাড়িয়া, পাথরঘাটা উপজেলার পদ্ম এলাকার প্রতিটি বাড়িতে এখন পানি আর পানি। চুলায় পানি উঠে যাওয়ায় বন্ধ রয়েছে রান্না। চুলার পাশে অসহায়ভাবে বসে থাকা ছাড়া কোন উপায় নেই এসব অঞ্চলের মানুষের। অনেকের ঘরের শুকনো খাবারও ফুরিয়ে এসেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সঙ্কট। তার ওপর সামনে ঈদ তাই দুশ্চিন্তায় রয়েছেন অসহায় এই মানুষগুলো।
অবশ্য বেড়িবাঁধ মেরামতের কাজ চলছে বলে দাবি করে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘শর্ত অনুযায়ী নিয়োজিত ঠিকাদারদের দিয়েই আমরা বন্যা মোকাবেলা করছি। যেসব স্থানে আমাদের কোনো ঠিকাদার নাই সেখানে জরুরি ভিত্তিতে আমরা কাজ করার চেষ্টা করছি।’ গত কয়েক দিনে জেলার বলেশ্বর, পায়রা ও বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় ৩ থেকে সাড়ে ৩ ফুট বেড়েছে।
