[english_date]

অমিতাভের প্রশংসা পেলেন রণদীপ হুদা

বলিউডে মেগাস্টোর অমিতাভ বচ্চন  রণদীপ হুদার প্রশংসা করেছেন। ‘সর্বজিৎ’ ছবিতে অভিনয় দেখে রণদীপ হুদার জন্য একটি হ্যান্ডনোট পাঠিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান ‘ওয়াজির’ অভিনেতা।

নোটটিতে অমিতাভ বচ্চন   লিখেছেন, আমি সবসময় তোমার প্রতিভাকে প্রশংসা করেছি। কিন্তু ‘সর্বজিৎ’ দেখার পর আমি তোমাকে না লিখে পারলাম না। তোমার কাজের প্রতি আমি অপরিসীম শ্রদ্ধা না জানিয়ে পারছি না। সাফল্যের সাথে তুমি এগিয়ে যাও এবং তোমার ও তোমার কাজের আরো বেশি প্রশংসা করতে দাও।

 

প্রশংসা পেলেন রণদীপ হুদা

সর্বজিতের বোন দালবির কউরের ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন।

নিজের টুইটার অ্যাকাউন্টে অমিতাভের লেখা এই নোটের ছবি প্রকাশ করেছেন রণদীপ। ছবির কাহিনিতে দেখা যায়, ভারতের নাগরিক সর্বজিৎ পাকিস্তানের জেলে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। তাকে নিয়ে ওমাং কুমার ‘সর্বজিৎ’ ছবি পরিচালনা করেছেন। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ