টলিউডে কে যে সুরে বেঁধে দিয়েছিলেন মহানায়ক, সেই সুরের ছন্দ পতন হতে দেননি তিনি। বাংলা সিনেমাই তাঁর ধ্যান-জ্ঞান! টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ তিনি। ছোট ‘প্রতিনিধি’ হয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন তিনি। তারপর কেটে গিয়েছে চার দশক। এতদিনে বাঙালি দর্শকের প্রাপ্তির থালা উপচে পড়েছে ‘বুম্বা-দা’-র উপহারে। আজ ৩০ শে সেপ্টেম্বর টলিউডের ‘বাদশা’ প্রসেনজিৎ পা রাখল ৫৩ বছর বয়সে।
‘দোসর’ থেকে ‘অগ্নিপরীক্ষা’ সিনে সংসার তাঁর ‘অমর সঙ্গী’। মেইনস্ট্রিম আর আর্টহাউসের তথাকথিত ভেদরেখা মুছে দিয়ে সাদা কাগজে ‘অটোগ্রাফ’ দিতে দিতে হয়ে ওঠেন এক ‘জাতিস্মর’। ‘দ্য লাস্ট লেয়ার’ বা ‘চোখের বালি’ হোক তাঁর অভিনয়ের প্রতিভায় মাঝ নদীতে ‘নৌকাডুবি’ থেকে রক্ষা বাংলা ছায়াছবিতে আজ ‘২২ শে শ্রাবণ’-এর ধারা। তাইতো আজকের দিনেও শহর ছেড়ে বাংলা ইন্ডাস্ট্রির খাতিরে প্রসেনজিৎ পাড়ি দিয়েছেন দিল্লী।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৫