ইরান তিন হাজার কিলোমিটার পাল্লার কয়েক ধরণের রাডার ব্যবস্থা উন্মোচন করার পরিকল্পনা করেছে। ওভার-দ্যা-হরাইজন বা সীমান্ত অতিক্রমকারী হিসেবে পরিচিত এ রাডার ব্যবস্থা আগামী ছয় মাসের মধ্যে উন্মোচনের পরিকল্পনা নেয়া হয়েছে।
ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি এ কথা জানিয়েছেন। চলতি ফার্সি বছরের শেষে এ সব রাডার ব্যবস্থা উন্মোচন করা হবে বলে জানান তিনি। ২০১৬ সালে মার্চে চলতি ইরানি বছর শেষ হবে। গতকাল ইরানের প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে এ ঘোষণা দেন তিনি। ১৯৮০ সালের এ দিনটিতে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছিল ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম। প্রতিবছর এ দিন থেকে প্রতিরক্ষা সপ্তাহ পালন করে ইরান।
এ কমান্ডার আরো বলেন, ইরান সীমান্তের বাইরে দিয়ে উড়ে যাওয়া বিমানের ওপর নজর রাখা এবং সে সব বিমানের অবস্থান নির্ণয় করতে সহায়তা করবে এ সব রাডার।