গত ৩০ বছরে ওর অমন রূপ কেউ দেখেনি। দিন কয়েক পর ওই রূপ দেখেই নাকি মুগ্ধ হতে চলেছে সকলে। সৌন্দর্যের সঙ্গে সঙ্গে রংটাও নাকি বেশ খোলতাই হবে। বেড়ে যাবে আকারও। অবশ্য মাঝখানে এক ঘণ্টার সামান্য কম সময় তাকে দেখা যাবে না। গাঢ় অন্ধকারের মধ্যে ঢুবে থাকবে সে। এমন খবর মিলেছে NASA-র তরফে। ২৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
সেদিনকে চাঁদের পোশাকি নাম “সুপার ব্লাড মুন।” NASA-র দাবি, গত ৩০ বছরে চাঁদকে অত বড় আকারে কোনও দিন দেখা যায়নি। ২৭ সেপ্টেম্বর চাঁদের ঔজ্জ্বল্য বাড়বে ৩০ শতাংশ। আকার বাড়বে প্রায় ১৪ শতাংশ। গত ১০০ বছরে এই সুযোগ এসেছিল মাত্র ৫ বার। শেষ “সুপার ব্লাড মুন” দেখা গিয়েছিল ১৯৮২ সালে। এ বছরেরটা মিস করলে ১৮ বছর পর অর্থাৎ ২০৩৩ সালে ফের দেখা যাবে এই “সুপার ব্লাড মুন”-কে।
’৩৩ সালে কেউ কথা রাখবে কি না জানান নেই। তবে রাজ্যবাসীর জন্য একটা খারাপ খবর রয়েছে। বিরল এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন চাঁদের মোহময়ী রূপ কিন্তু রাজ্য তথা দেশবাসী নাকি মোটেই দেখতে পাবেন না। কারণ, বিরল এই দৃশ্য শুধুমাত্র দেখা যাবে পশ্চিম এশিয়া, উত্তর অ্যামেরিকা, ইউরোপ ও আফ্রিকা থেকেই। মানে পূর্ণিমা রাতে, জোছনা আলোয় (গ্রহণের সময়টা বাদ দিলে) ঘুমিয়েই কাটাতে হবে বাঙালিকে।