[english_date]

২২ নভেম্বর শুরু বিপিএল

দুই বছর বন্ধ থাকার পর আবারো মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। তৃতীয় আসরে বড় ধরণের পরিবর্তনের মধ্যে দিয়েই শুরু হতে চলেছে টুর্নামেন্টটি। দেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যম জানিয়েছে, নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত।

সম্প্রতি আগের দলগুলো বিক্রির জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেয় বিসিবি। বোর্ড থেকে জানানো হয়, এই বিজ্ঞাপনের পর দারুণ সাড়া এসেছে। মূলত, আগের ফ্র্যাঞ্চাইজিগুলো বকেয়া শোধ করতে না পারায় এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা।

এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব আই এইচ মল্লিক এক সাংবাদ সম্মেলনে জানান, বিপিএলের প্রথম দুই আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের চুক্তি অনুযায়ী কাজ করেনি। তাদেরকে বারবার চিঠি দেওয়া হয়েছে। তারপরও তারা বকেয়া পরিশোধ করেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ