৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২০১৯ পর্যন্ত চেলসিতেই হোসে মোরিনহোকে

২০১৯ পর্যন্ত চেলসিতেই ম্যানেজার হিসেবে দেখা যাবে হোসে মোরিনহোকে৷ শুক্রবার নতুন করে চেলসির সঙ্গে চার বছরের চুক্তিতে সই করেন গতবারের ইপিএল চ্যাম্পিয়ন কোচ৷

৫২ বছরের মোরিনহো ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ৷ ২০০৪-২০০৭ পর্যন্ত টানা চার বছর চেলিসকে কোচিং করানোর পর ইতালির ক্লাবে চলে গিয়েছিলেন তিনি৷ কিন্তু ২০১৩ ফের স্ট্যামফোর্ড ব্রিজে ফেরেন মোরিনহো৷ ক্লাবের ওয়েবসাইটে তাঁর চুক্তি নিয়ে মোরিনহো বলেন, ‘এ ক্লাবে ফেরার অনুভূতিটা দারুণ ছিল৷ সুতরাং নতুন চুক্তিটা আমার কাছে স্বাভাবিক লেগেছে৷ এই ক্লাবের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক৷ সুতরাং ক্লাবের সঙ্গে আরও বেশি দিন যুক্ত থাকতে পেরে আমি খুশি৷ আশাকরি ভবিষ্যতে ক্লাবকে আরও সাফল্য এনে দিতে পারব ও সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব৷’
প্রথম পর্বে চেলসিকে এফ-এ কাপ ও দু’ বার প্রিমিয়র লিগ দেন পর্তুগিজের তারকা ম্যানেজার৷ তার পর ইন্টার মিলানে যোগ দেন মোরিনহো৷ ২০১০-এ ইতালির এই ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দেন৷ তার পর রিয়াল মাদ্রিদে যোগ দেন৷ রিয়াল মাদ্রিদকেও চ্যাম্পিয়ন্স লিগ দেন পর্তুগিজ ম্যানেজার৷ লা লিগাতেও রিয়ালকে চ্যাম্পিয়ন করার পর ড্রেসিংরুমে ঝামেলায় স্প্যানিশ ক্লাব ছেড়ে ফের সাউথ লন্ডনের ক্লাবের ম্যানেজার পদে যোগ দেন তিনি৷ গত বছরই চেলসিকে প্রিমিয়র লিগ এনে দেন তিনি৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ