[english_date]

১৫ মিনিটের মধ্যে কোটি টাকা নেওয়ার সুযোগ দিলেন কোম্পানির বস

আপনার বস যদি হঠাৎ সামনে চকচকে ৯৮ কোটি টাকা রেখে বলেন—‘শুধু ১৫ মিনিট সময় দিলাম, যত পারেন নিয়ে যান!’ কেমন লাগবে? মাথা ঘুরে যাবে, তাই না? আর মনে মনে ভাববেন ইয়ার্কি হচ্ছে! পৃথিবীর কোনো বস কি এমন করে? বসদের তো সাধারণত দেখা যায় বেতন বাড়ানোর বদলে কাটতে বেশি আগ্রহী! কিছু প্রতিষ্ঠানে তো বোনাসের জন্য কর্মীরা বছরের পর বছর অপেক্ষা করলেও, সেটা মেলে না সহজে। কিন্তু চীনের এক কোম্পানি যা করল, তা যেন স্বপ্নকেও হার মানায়!

সামনে ছড়িয়ে আছে একগাদা এলোমেলো নোট। চারপাশে কর্মীরা উৎসাহে টগবগ করছে, অপেক্ষা করছে এক দৌড়ে ঝাঁপিয়ে পড়ার জন্য! কারণ, ১৫ মিনিটের মধ্যে যে নিজের ঝোলা পূর্ণ করতে হবে!

চীনের হেনান মাইনিং ক্রেন কোং লিমিটেড নামের প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের বোনাস দেওয়ার জন্য আয়োজন করেছিল এক অভিনব পার্টি, যেখানে বোনাস নির্ধারণের ছিল এই অদ্ভুত নিয়ম।

অন্যান্য প্রতিষ্ঠানে যেখানে কর্মীদের বোনাস হিসেবে সর্বোচ্চ গিফট দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা সেখানে এই কোম্পানিটি নিয়ে গেছে পুরো ব্যাপারটা অন্য লেভেলে। বড় এক টেবিলে এলোমেলো করে রাখা হয়েছিল প্রায় ৯৮ কোটি টাকার নগদ নোট। প্রতিযোগিতার নিয়ম ছিল সোজা কেউ চাইলে যত খুশি, যতটা পারবে, গুনে নিতে পারবে। সময়? মাত্র ১৫ মিনিট!

এই অবিশ্বাস্য ঘটনা ধরা পড়ে ক্যামেরায়, আর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চীনের সোশ্যাল মিডিয়াগুলোতে। পরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও ছড়িয়ে যায় এই ভিডিও, যা দেখে অনেকে বিস্মিত, কেউ বা মজা করে মন্তব্য করেছেন।

একজন কর্মী মাত্র ১৫ মিনিটে এক লাখ ইউয়ান গুনে নিতে সক্ষম হন! অন্য কর্মীরাও নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে যত বেশি সম্ভব নগদ টাকা কুড়াতে!

ভিডিও দেখে কেউ বলেছেন, আমার কোম্পানিতেও এমন প্রতিযোগিতা দরকার! আবার কেউ রসিকতা করে বলেছেন, আমার অফিসও এমন প্রতিযোগিতা করে, তবে পার্থক্য একটাই ওরা টাকা দেয় না, কাজের চাপ দেয়।

এমন ব্যতিক্রমী বোনাস পার্টি সাধারণত দেখা যায় না! আর কর্মীদের জন্য এ এক স্বপ্নের মতো ব্যাপার! অফিসে কাজের পর ক্লান্ত হয়ে বসে থাকার বদলে যদি এমন সুযোগ মেলে, তবে কে না চাইবে এমন বোনাস!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ