মর্যাদা আর অভিজাতের খেলা হিসেবে পরিচিত গলফ। এবারে সে শিরোপা জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিলো দুধ ব্যবসায়ীর ছেলে শুভম জাগলান। মাত্র ১০ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ গলফ চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড গড়লো ভারতের এই ক্ষুদে গলফার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারতের হরিয়ানা প্রদেশের ছেলে শুভম। গলফের এ ক্ষুদে রত্নকে খুঁজে বের করার সম্পূর্ণ কৃতিত্ব দেশটির সাবেক গলফার ও শুভমের কোচ ননিতা লালের। ক্ষুদে এ গলফার এর আগে প্রায় ১০০টি টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছে। ছেলের এমন অনন্য কীর্তিতে অভিনন্দন আর প্রশংসার জোয়ারে ভাসছে বিশ্ব রেকর্ড গড়া এ ক্ষুদে গলফারের পরিবার। শুভমের এ সাফল্যের জন্য গলফ ফেডারেশনকে ধন্যবাদ জানান তার পরিবার।
সেই সঙ্গে এ গলফার যেনো আরো বহুদূর এগিয়ে যেতে পারে, সে উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানায় শুভমের মা।