আর বিশেষ মাথা ঘামানর প্রয়োজন নেই। হ্যাকারদের সব পাসওয়ার্ড খুঁজে দিচ্ছে সেক্সপিয়র নিজেই। ভাবছেন ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত একজনের পক্ষে এ কাজ কী করে করা সম্ভব? কিছুই না সেক্সপিয়রের হয়ে সব কাজ করে দিচ্ছে তাঁর সৃষ্টি। ওয়াশিংটনের এক বিশেষ গোয়েন্দা সংস্থার তরফে প্রকাশ করা রিপোর্টে দাবি করা হয়েছে, বেশিরভাগ সরকারি সংস্থা এবং সাধারণ মানুষ তাঁদের গোপন অ্যাকাউন্টের পাসওয়ার্ড রাখেন সেক্সপিয়রের রচিত বিভিন্ন বিশেষ শব্দের নাম অনুসারে। এখানেই সহজ হয়ে যায় হ্যাকারদের হ্যাকিং। সহজেই শব্দ অনুমান করে ওই সব অ্যাকাউন্ট হ্যাক করে তারা। তবে এখনও এই সমস্যার সমাধান কীভাবে করা যায় তা ভেবে উঠতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা গুলি।
পোস্টটি যতজন পড়েছেন : 249