হোয়াইট হাউসে এবার সেলফি তোলা যাবে বিনা বাধায়। কারণ, হোয়াইট হাউসে ছবি তোলার উপর দীর্ঘ ৪০ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে হোয়াইট হাউসের লনে বা বিল্ডিংয়ে এখন থেকে পর্যটকরা ছবি তুলতে পারবেন। এদিন পুরনো নিয়মের পরিবর্তে নতুন নিয়মের উদ্বোধন করেন স্বয়ং মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাঁর কথায়, “হোয়াইট হাউসে তোলা বহু ছবি এতদিন জমা ছিল আমার কাছে। আমার সেই ছবি গুলি আমি এবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে আপলোড করতে পারব।”
এদিন নতুন নিয়ম চালু হওয়ার পর প্রথম হোয়াইট হাউসের ডাইনিং রুমে ছবি তোলেন এক ৪৭ বছরের প্রশাসন আধিকারিক।
পোস্টটি যতজন পড়েছেন : 245