শিশু সৌরভকে গুলি করার মামলায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে এমপি লিটনকে গ্রেপ্তারে আর কোনো বাধা থাকল না।
বুধবার সকালে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ।
এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এর ফলে এমপি লিটনকে গ্রেপ্তারে আর কোনো থাকল না।’
আসামি লিটনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। লিটন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য।
পোস্টটি যতজন পড়েছেন : 126