[english_date]

হনুমান চালিশাতে দিন কাটছে মন্ত্রী মদনের

 একাধিকবার জামিনের আবেদন জানিয়েও লাভ পাওয়া যায়নি। বারবার সিবিআই বিরোধিতায় খারিজ হয়ে গিয়েছে সারদা-কাণ্ডে ধৃত পরিবহণমন্ত্রীর জামিন। তাই অগত্যা পার পেতে হনুমানজীর দ্বারস্থ তিনি। দিন কাটছে হনুমান চালিশা পড়েই।
বর্তমানে তিনি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। সেখানে তিনি প্রতিদিল স্নান সেরে নিষ্ঠার সঙ্গে পাঠ করছেন হনুমান চালিশা। আর তারপরই মুখে তুলছে দুপুরের খাওয়ার। মঙ্গলবার হনুমান চালিশা পাঠের পর তার হাত বেঁধে দেওয়া হয়। দক্ষিনেশ্বর থেকে আসছে প্রসাদি ফুল প্রসাদ। হাসপাতালেই তা পৌঁছে দেওয়া হয়।
সম্প্রতি কলকাতা নগর দায়রা আদালত তাঁর জামিনের আবেদন বাতিল করে দেয়। যার জেরে রীতিমত মুষড়ে পড়েন তিনি। এই বিষয়ে প্রকাশ্যে তাঁর ক্ষোভও উগরে দেন।
জানা গিয়েছে, কিছুদিন আগে এক ধর্মীয় গুরু তাঁকে পরামর্শ দিয়ে গিয়েছেন। নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন। এরপর থেকেই প্রতিদিন নিয়ম মেনে হনুমান চালিশা পাঠ করছেন মন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ