বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন স্পেন। সোমবার রাত থেকে প্রবল বন্যায় এখনও পর্যন্ত ৩০টি দোকান, ২০০টি গাড়ি ও প্রচুর বাসসস্থানের ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘড় ছাড়া। তবে কতজন মানুষের মৃত্যু হয়েছে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার রাতে দক্ষিণ পূর্ব স্পেনে প্রবল ঘুর্ণিঝড় শুরু হয়। এর পরেই জলের তোরে ভেসে যায় আলমেরিয়া প্রদেশের আদরা শহর। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দালুসিয়া, মুরসিয়া এবং ভ্যালেন্সিয়া।
সরকারের তরফে মঙ্গলবার সকাল থেকে ত্রাণ সাহায্য পাঠানো শুরু হয়েছে। আটকে পড়া বাসিন্দাদের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গ্রানাডায় ৩ জনের জলে ডুবে মৃত্যু হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 488