সৌদি রাজাদের বিশাল সম্পত্তির কথা সবারই জানা। তবে ব্যাপক আকারের দান করার কথা বলে শিরোনামে এলেন সৌদি রাজপুত্র আলওয়ালিদ বিন তালাল। তিনি তাঁর ৩২ বিলিয়ন ডলারের সম্পত্তি দান করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
রিয়াধে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন তিনি। স্বাস্থ্যখাতে, অনাথদের আশ্রয়ের জন্য, বিপর্যয়ে ত্রাণ দেওয়া সহ একাধিক ক্ষেত্রে ব্যবহৃত হবে এই সম্পত্তি। এমনকী মহিলাদের উন্নয়ন, বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যই তাঁর এই দান। আগামী প্রজন্মের কাছে যাতে পৃথিবীটা আরও সুন্দর হয়, তার জন্যই এই কাজ করতে চান তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : 224