গত একবছরে ১৭৫ জনের শিরশ্ছেদ করা হয়েছে সৌদি আরবে। যা হিসেব করলে দাঁড়ায় প্রতি দু’দিনে একজনকে এইভাবে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি সরকার। চলতি বছরের প্রথম ছ’মাসের মধ্যেই ১০২ জন অপরাধীর শিরশ্ছেদ করা হয়েছে। যা থেকে বোঝা যায় সৌদি আরব ১৯৫ তে ১৯২ জনের মৃত্যুদণ্ডের রেকর্ডকেও পিছনে ফেলে দিতে চলেছে। যাদের এই দণ্ড দেওয়া হয় তাদের মধ্যে অনেকেই অপরাধের সময় ১৮ বছরের কম বয়সী ছিল বলে জানা যায়।
জানুয়ারি থেকে নতুন রাজা সলমনের আমলে শাস্তির পরিমাণ আরও বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, ১৯৮৫ সাল থেকে এখনও পর্যন্ত সৌদি আরবে ২,২০৮ জন অপরাধীকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ৪৮.৫ শতাংশ বিদেশি। ড্রাগ সংক্রান্ত মামলায় অপরাধীর সংখ্যা এর মধ্যে বেশি। এই মৃত্যুদণ্ড ধামানোর ব্যবস্থা না করে সৌদি আরব কোন কোন অপরাধকে মৃত্যুদণ্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তার তালিকা তৈরি করছে। রাষ্ট্রসঙ্ঘ বারবার সতর্ক করা সত্ত্বেও প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি আরব। এমনকী অনেক ক্ষেত্রে প্রকাশ্য জায়গায় মৃতদেহ গুলিয়ে ঝুলিয়েও রাখা হচ্ছে।