সেলফি ভাইরাসে আক্রান্ত গোটা দুনিয়া। বাদ পড়েনি সেলেবরাও। নতুন গাড়ি, নতুন পোশাক, পার্টি থেকে উৎসব সব মুহূর্ত এখন হাতের মুঠোয় বন্দি। শুধু তাই নয় কারণে-অকারণে, মন খারাপেও সেলফি। তবে শুধু সেলফি তুলেই খান্ত থাকছেন না। সেই ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। চলছে কমেন্ট-পাল্টা কমেন্টের ফুলঝুরি। চোখ রাখব এমনই কয়েকটি সেলেব সেলফির দিকে।
সেলফি ভাইরাসে আক্রান্ত সেলেবরাও
