১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সেলফি চামচ’ তুলবে খাবার সময়কার ছবি

সেলফি জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া। ফেসবুক কিংবা ইনস্টা ভরিয়ে দিতে হবে প্রতি মুহূর্তের সেলফিতে। সেজেগুজে সেলফি থেকে গুড মর্নিং সেলফি। সব অবস্থাতেই সেলফি তুলে পোস্ট করতে পারলে তবেই আনন্দ। কিন্তু, খেতে-খেতে সেলফি তোলা তো আর সম্ভব নয়! ওইটুকুই আফশোষ ছিল। কিন্তু, সেটাই বা বাদ যাবে কেন? এবার সেই সমস্যারও সমাধান এসে গেল। আপনি খাবেন আপনার মত। চামচ তুলবে সেলফি।

বাজারে এসে গেল ‘সেলফি স্পুন’ ৩০ ইঞ্চি লম্বা চামচটাই আস্ত একটা সেলফি স্টিক। সেখানে ক্যামেরা লাগালেই খেতে খেতে তুলতে পারবেন সেলফি। এতটাই লম্বা স্টিক, যে আপনার খাওয়ায় কোনও বাধা আসবে না। ‘সিনামন টোস্ট ক্রাঞ্চ’ আনছে এই সেলফি চামচ। চামচটা যে কোনও দিকে ঘুরতে পারবে, ফলে যে কোনও অ্যাঙ্গেল থেকে উঠবে সেলফি। স্মার্টফোনে ব্লুটুথ অন করে সেলফি তুলুন এই চামচে। চামচে থাকবে দুটি সুইচ। একটি অন করলে ছবি চলে আসবে অ্যান্ড্রয়েড ফোনে। অপরটি ছবি লোড করবে আইফোনে। selfieSpoon.com এই ওয়েবসাইটে মিলছে এই চামচ। আপনিও দেখুন ট্রাই করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ