[english_date]

সেমিফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা কাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শেষ ৪ এ জায়গা করে নেয় আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটে কোনপক্ষই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলার ভাগ্য। টাইব্রেকারে উভয়পক্ষ ৭টি করে শট নেয়। এতে আর্জেন্টিনা ৫ বার বল জালে জড়াতে সমর্থ হয়। অপরদিকে ৪ বার সমর্থ হয় কলম্বিয়া। স্ট্রাইকার তেভেজ কলম্বিয়ার গোলরক্ষককে পরাজিত করে লক্ষ্যভেদ করলে সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। নির্ধারিত পুরো খেলায় বল দখলের লড়াইয়ে সুস্পষ্টভাবে এগিয়ে ছিল মেসিবাহিনী। বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডরা। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ