সত্যি আর যে কত চমক দেবেন সালমন খান তা বোঝা যাচ্ছে না। তাঁর বহু প্রতিক্ষিত ছবি সুলতান-এ নিজের ফার্স্ট লুকও এবার প্রকাশ করলেন সালমন খান। কিছুক্ষণ আগেই নিজের টুইটার অ্য়াকাউন্টে এই ছবিটি পোস্ট করেছেন সালমন।
ছবিতে সলমনের যে লুক দেখা যাচ্ছে তাতে মাথায় ছোট ছোট চুল একেবাদে কদম ছাঁটের মতো। এক গাল খোঁচা খোঁচা দাঁড়ি সঙ্গে পুরু গোঁফ। রাগত মুখে কুস্তি করার ভঙ্গিতে রয়েছেন সালমন। আর তাতে লেখা, “কুস্তি কোনও খেলা নয়, এটা হল যা তোমার মধ্যে শুয়ে রয়েছে তা।”
সালমন এই ছবিটি টুইটারে পোস্ট করে বলেন, “এই হল সেই ছবি যা প্রশিক্ষণের সময় তোলা হয়েছিল।”
এই ছবিতে সালমন খান বছর চল্লিশের এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন যার নাম সুলতান আলি খান। তাঁর বাড়ি হরিয়ানায়। এই ছবিটির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং আদিত্য চোপড়া এই ছবির প্রযোজনা করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 132