১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সুলতান’ এ নেই আনুস্কা

গসিপের হিট লিস্টে এখন ‘সুলতান’। কখনও শোনা যাচ্ছে, বক্স অফিসে আরও একবার শুরু হবে খান-খান যুদ্ধ। একই দিনে মুক্তি  পাবে শাহরুখের ‘রাইস’ ও সলমনের ‘সুলতান’। আবার কখন সলমনের নায়িকা নিয়ে নানা সময় উঠে এসেছে পরিণীতি চোপড়া, কীর্তি সোনান, কঙ্গনা রাণাওয়াত, দীপিকা পাড়ুকোন  নাম। সম্প্রতি কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, ‘সুলতানে’ সাল্লুর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অনুষ্কাকে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অনুষ্কার ট্যুইট ‘ আমি সুলতানে অভিনয় করছি না’।

লন্ডনে করণের আগামী ছবি “অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিয়ে ব্যস্ত অনুষ্কা। বিদেশে বসেই তাই ট্যুইট করে জল্পনার অবসান ঘটিয়েছেন নায়িকা । তিনি লিখেছেন, “ট্যুইটের মাধ্যমে আমি জানতে পারি, ‘সুলতান’ ছবিতে নাকি আমি অভিনয় করছি। কিন্তু সকলকে জানিয়ে রাখি, এমন কোনও সম্ভাবনাই নেই”।

‘সুলতান’ ছবিতে সলমনকে একজন হরিয়ানা থেকে আসা পালোয়ানের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আগামী বছর ঈদে শাহরুখ খানের ‘রইস’ ছবির সঙ্গে মুক্তি পাবে সলমনের ‘সুলতান’।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ