কুমিল্লার নাঙ্গলকোট স্টেশনের প্লাটফরম এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্ছিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে।আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ রেলপথ দিয়ে চলাচলকারী অন্যান্য ট্রেন বিকল্প লাইনে চলাচল করছে। দুর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ চলছে।ফেনী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনের ইঞ্জিন ও বগি স্টেশনের প্লাটফরম এলাকার ভেতরে লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
পোস্টটি যতজন পড়েছেন : 239