সিরিয়ায় উপর হামলা চালাতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক৷তুরস্কের সংবাদ সূত্রে তেমনই তথ্য পাওয়া গিয়েছে৷ সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, তুরস্ক সরকার সিরিয়ায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি জোরদার করেছে। তুরস্কের সংবাদপত্র গুলিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় সিরিয় জঙ্গিদের প্রতি সমর্থন বাড়ানোর জন্য তুর্কি সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য তুর্কি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কোনও রকম সামরিক অভিযান শুরুর আগে যেন সরকার যেন কুটনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করবে বলে জানা গিয়েছে৷
পোস্টটি যতজন পড়েছেন : ২০৪