যুক্তরাষ্ট্র ওপেনে ছন্দেই রয়েছেন বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস জুটি৷ মেয়েদের ডাবলসের শীর্ষ বাছাই সানিয়া-মার্টিনা পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে৷ টুর্নামেন্টের অবাছাই টিমেয়া বাসিনস্কি ও চিয়া-জুং চুংকে অনায়াসেই হারিয়ে দিল ইন্দো-সুইস জুটি৷ সানিয়াদের পক্ষে ফল ৬-১ ৬-১৷
অন্যদিকে,ম্যাচ না-খেলেই শেষ আটে চলে গেলেন লিয়েন্ডার পেজ৷ মিক্সড ডাবলসে৷ নিক কির্গিয়স ও ইউজেনি বুশার্ড ওয়াকওভার দেওয়ায় লিয়েন্ডাররা জয় পান৷ পাশাপাশি পুরুষ ডাবলসে রোহন বোপান্না ও ফ্লোরিন মার্গিও পৌঁছলেন তৃতীয় রাউন্ডে৷ বোপান্নারা হারালেন (৬-৩, ৭-৬ (৪) মারিসুজ ফার্স্টেনবার্গ ও স্যান্টিয়াগো গঞ্জালেজকে৷